বেসিক কম্পিউটার কোর্সে কি কি শেখানো হয়?

বেসিক স্কিল বলতে, কম্পিউটার কিভাবে চালাতে হয়, কিভাবে কম্পিউটার বন্ধ এবং খোলা যায়, এর কোন সমস্যা হলে কি সমাধান করা হবে, বিভন্ন যন্ত্রাশের কাজ , ইত্যাদি । তবে, প্রত্যেক মানুষের শেখা উচিত। আইটি জ্ঞান সবার থাকা দরকার। কারণ, যে কোন প্রতিষ্ঠানে কম্পিউটারের বেসিক কাজ করতেই হবে। তথ্য প্রযুক্তি উন্নতি হবে, তত আইটি সেক্টর সমৃদ্ধ হবে। বর্তমান সময়ের সাথে তাল মিলিয়ে চলতে হলে প্রযুক্তির বিকল্প নেই। মানুষ দিন দিন প্রযুক্তি নির্ভর হচ্ছে, সেই সাথে এইসব কাজের প্রতি মানুষ জুকছে। প্রতিটি প্রতিষ্ঠানে এখন আইটি সেক্টরের বিভিন্ন কাজ হচ্ছে। তাই, সবার ক্যারিয়ার গড়ার প্রথমে ধাপে কম্পিউটার বেসিক জনা খুবই দরকার।

আপনি ছাত্র হিসেবে যা শিখতে হবে, Microsoft word, excel, power point , কম্পিউটার এ windows দেয়া , বিভন্ন সমস্যা নিজে নিজে সমাধান করার পদ্ধতি , এই জন্য আপনাকে কম্পিউটার এর প্রত্যেক টা অংশ এবং এর কাজ সম্পর্কে জানতে হবে, বিভন্ন software , apps এর কাজ কি, এগুলোর কি কাজে লাগে ইত্যাদি ।

বেসিক কম্পিউটার কোর্স কি?

বেসিক কম্পিউটার কোর্সগুলি কম্পিউটারের ধরন, কম্পিউটার অ্যাপ্লিকেশন , হার্ডওয়্যার সিস্টেম এবং আরও অনেক কিছু সহ কম্পিউটারের মৌলিক বিষয়গুলির উপর দৃষ্টি নিবদ্ধ করে ।
কম্পিউটার প্রযুক্তি,  মাইক্রোসফ্ট অফিস, ট্যালি ইত্যাদির মতো বিভিন্ন ক্ষেত্রের মৌলিক বিষয়গুলিও কভার করে।

কোর্সের বিষয়/ বিষয়বস্তু কোর্সের ধরন, সময়কাল এবং প্রতিষ্ঠানের উপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে; যাইহোক, অধ্যয়নের কিছু ক্ষেত্রের মধ্যে রয়েছে কম্পিউটার বেসিক, নম্বর সিস্টেম, হার্ডওয়্যার এবং সফ্টওয়্যার, উইন্ডোজ এক্সপি ইত্যাদি।
বেসিক কম্পিউটার কোর্সগুলি তাদের জন্য উপযুক্ত যারা কম্পিউটার বেসিক শিখতে চান, বিভিন্ন উদ্দেশ্যে; চাকরি, ব্যক্তিগত এবং ব্যবসায়িক উদ্দেশ্যে।
কম্পিউটার সম্পর্কে প্রাথমিক জ্ঞান থাকা আপনাকে আরও ভাল চাকরি পেতে, আপনার ক্যারিয়ারকে এগিয়ে নিতে এবং নিজেকে অন্য কর্মচারীদের উপরে রাখতে সাহায্য করতে পারে।

ভালো চাকরির ক্ষেত্রে কোন কম্পিউটার কোর্স সমূহ করবেন ?

বর্তমান যুগে কম্পিউটার ছাড়া কোন কিছু ভাবাটা সম্ভব না। কম্পিউটার বহু ছাত্র-ছাত্রীর জন্য চাকরি পাওয়ার ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসেছে । আপনার যদি একটি ভালো কম্পিউটার কোর্স করা থাকে, তাহলে বর্তমান সময়ে চাকরি নিজেই আপনার কাছে চলে আসবে।

তাছাড়া, সাধারণ কম্পিউটার শিক্ষা যেমন “basic computer course“, “basic internet course” এগুলো করা থাকলে, চাকরি ছাড়াও আপনারা বিভিন্ন কাজ যেমন, “ফ্রিল্যান্সিং” বা বিভিন্ন মাধ্যমে ইন্টারনেট থেকে অনলাইনে টাকা আয় করতে পারবেন।

বেসরকারি প্রতিষ্ঠান যেমন corporate offices, private bank, accounts related work, business firm ইত্যাদি গুলোতে, একটি বেসিক কম্পিউটার কোর্স করা প্রার্থীদের জন্যেও চাকরির সুযোগ প্রচুর রয়েছে।

আগের সময়ে, সরকারি দপ্তর গুলিতে কম্পিউটারের উচ্চতর শিক্ষার্থীদের চাকরির সুযোগ তেমন বেশি পরিমানে ছিলোনা। তবে, বর্তমান সময়ে সরকারি দপ্তর গুলোতেও কম্পিউটারের শিক্ষা গ্রহণ করা প্রার্থীদের চাহিদা ও মান (value) প্রচুর।

আর তাই, আমি সব সময় বলবো যে, “একটি ভালো চাকরি পাওয়ার ক্ষেত্রে, কম্পিউটার শিক্ষা বা কোর্স এর গুরুত্ব প্রচুর রয়েছে”।

বিভিন্ন দেশের বহু সংখ্যক ছাত্র-ছাত্রীরা প্রতিবছর প্রায় আড়াই থেকে তিন হাজার শিক্ষার্থী বিদেশে যান।

চাকরি গুলোর বেশির ভাগ, শুরুতে programmer, সহকারী প্রোগ্রামার, web developer হিসেবে এবং যাদের আগের থেকেই কাজের যোগ্যতা রয়েছে, তারা অনেকে সিনিয়র প্রোগ্রামারের পদে যোগ দেন।

বিভিন্ন company গুলোতে যেমন “ইনফোসিস, বেক্সিমকো, টিসিএস, ইনফিনিটি, লিডস, আইবিএম, দোহাটেক, বিডিকন, ন্যানোসফট, অটোমেশন, বেজ ইত্যাদি গুলোতে প্রত্যেক বছর বিভিন্ন কাজের উদ্দেশ্যে শিক্ষিত তরুণ প্রার্থীদের (candidates) ইন্টারভিউ (interview) নেওয়া হয়।

কি কি শেখানো হয়

Ms ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ইন্টারনেট ব্রাউজিং, বেসিক হার্ডওয়্যার বেসিক কম্পিউটার নেটওয়ার্কিং বাংলা এবং ইংরেজি টাইপিং দক্ষতা

কোর্স ফী

১২,০০০ টাকা

Classes

সপ্তাহে তিনদিন (শুক্রবার, শনিবার, রবিবার)

Duration:

৩ মাস