ফরেক্স ট্রেডিং কি?
ফরেক্স মার্কেট বা ফরেন এক্সচেঞ্জ মার্কেট হচ্ছে একটি নেটওয়ার্ক যেখানে কারেন্সি বেচাকেনা করা হয়। কিছু পদ্ধতি অবলম্বন করে আপনি খুব সহজে এখান থেকে অর্থ উপার্জন করতে পারবেন। ফরেক্স ট্রেডিং এর সবচাইতে ভিন্ন বৈশিষ্ট্য হচ্ছে এই নেটওয়ার্কে প্রবেশ করতে কোন বিধি-নিষেধ নেই। তাই সফলতার পিছনে আপনার ভৌগলিক অবস্থান কখনোই বিপত্তি হয়ে দাঁড়াবে না।
অর্থ উপার্জনের ক্ষেত্রে ফরেক্স ট্রেডিং এমন একটি পদ্ধতি যেখানে কারেন্সি পেয়ার কেনা-বেচা করতে হয়। ফরেক্স মার্কেট হচ্ছে এমন একটি জায়গা যেখানে বেশীরভাগ অংশগ্রহনকারী হচ্ছে ব্যাংক অথবা আর্থিক প্রতিষ্ঠানগুলো। অপরদিকে রিটেইল ট্রেডিং এর জন্য ইনভেস্টর মার্কেটে যুক্ত হতে পারে একজন ফরেক্স ব্রোকার এর মাধ্যমে যেখানে কিনা সকল লেনদেন একটি ইন্টার-ব্যাংক মার্কেটের মাধ্যমে ঘটে থাকে।
ফরেক্স ট্রেডিং এর উপায়
কিভাবে ফরেক্স ট্রেডিং প্রথম থেকে শুরু করতে হয়
ফরেক্স মার্কেট মূলত তিন প্রকার হয়ে থাকে। যথাঃ
১. ফিউচার ফরেক্স মার্কেটঃ একটি নির্দিষ্ট দামে কারেন্সি ক্রয়-বিক্রয়ের জন্য এখানে একটি সেটেলমেন্ট করা হয়। এই ধরনের ফরেন এক্সচেঞ্জ কন্ট্রাক্ট সম্পূর্ণ বৈধ।
২. স্পট ফরেক্স মার্কেটঃ ইহা একটি ফিজিক্যাল ফরেক্স মার্কেট যেখানে ফরেন এক্সচেঞ্জ প্রোডাক্ট ক্রয়-বিক্রয় করা যায়। ইহা একটি ফিক্সড পয়েন্টে যেখানে একটি সেটেল টাইমের ভিতর এক্সচেঞ্জ করতে পারবেন।
৩. ফরয়ার্ড ফরেক্স মার্কেটঃ ইহা একটি এগ্রিমেন্ট যেখানে ফরেন কারেন্সি পেয়ার একটি নির্ধারিত দামে ক্রয়-বিক্রয় করা হয়। এই পদ্ধতিতে কারেন্সি পেয়ার প্রাইস পরবর্তী তারিখে বা ভবিষৎত তারিখেই সেট করা হয়ে থাকে।
বিগেইনারদের ক্ষেত্রে, ফরেক্স ব্রোকারদের ভিতর ট্রেডিং একাউন্ট দিয়ে শুরু করাটা একটি ভাল সিদ্ধান্ত হতে পারে যেখানে আপনি লো ডিপোজিট এমাউন্টে কাজ করতে পারেন।
প্রশিক্ষণের জন্য প্রয়োজন
ফরেক্স ট্রেডিং এর গতিশীল পরিবেশে, পর্যাপ্ত প্রশিক্ষণ প্রয়োজন। আপনি একজন অভিজ্ঞ বা কারেন্সি লেনদেনের বিশেষজ্ঞ হোন না কেন, ধারাবাহিক এবং সন্তোষজনক মুনাফা অর্জনের জন্য ভালভাবে প্রস্তুত হওয়া অপরিহার্য। অবশ্যই, এটা করা চেয়ে সহজ বলা যেতে পারে; কিন্তু কখনোই অসম্ভব নয়। আপনি আপনার সাফল্য ছেড়ে না যান তা নিশ্চিত করতে, আপনার প্রশিক্ষণ বন্ধ করবেন না। একটি মৌলিক ট্রেডিং অভ্যাস গড়ে তুলুন, ওয়েবিনারে যোগ দিন এবং যতটা সম্ভব প্রতিযোগিতামূলক থাকার জন্য শিক্ষা অর্জন চালিয়ে যান
কীভাবে ফরেক্স ট্রেডিংয়ে আপনি ট্রেড করতে পারবেন ?
ফরেক্স মার্কেটে এর ভিতর বহু ধরনের কারেন্সি পেয়ার পাওয়া যায়। যাইহোক, তারা সকল একই পদ্ধতিতে কাজ করে থাকে। ট্রেডিশন্যালি, একজন ফরেক্স ব্রোকার দ্বারা বহু ফরেন এক্সচেঞ্জ ট্রাঞ্জেকশন হয়ে থাকে। এই সুযোগের সাথে সিএফডি ট্রেডিং মার্কেটে আপনি যুক্ত হতে পারবেন। আপনাকে শুধু মনে রাখতে হবে যে সিএফডি একটি লিভারেজড প্রোডাক্ট, তাই কোন প্রকার সম্পদ কেনা ছাড়াই আপনি পজিশন পেয়ে যাচ্ছেন। যদি আপনি সম্পদ না কিনে থাকেন তাহলে, আপনি যে পজিশনে যেতে চেয়েছিলেন সেখানে মার্কেট চলে আসবে। এছাড়া লিভারেজ প্রোডাক্ট আপনার প্রফিট মাক্সিমাইজ করতে সাহায্য করে থাকবে। কিন্তু আপনার প্রেডিকশন যদি ভুল হয় তাহলে সেটা মার্কেটে ক্ষতি নিয়ে আসবে।
উপসংহার
ট্রেডার এর জন্য, যাদের কাছে লিমিটেড ফান্ড রুয়েছে তারা কিছু স্ট্র্যাটেজি ফলো করবার মাধ্যমে। এছাড়াও একজন ট্রেডারকে অবশ্যই মাইক্রোইকোনোমিক্সের উপর ফোকাস থাকতে হবে কারেন্সির ভ্যালুর পরিবর্তন বোঝার জন্য। তাই আপনাকে যথেষ্ট পরিমান রিসার্চ করতে হবে কারন আপনাকে জানতে হবে যে কোথায় আপনি টাকা ইনভেস্ট করছেন।
কোর্স ফী
২০,০০০ টাকা
Classes
সপ্তাহে তিনদিন (শুক্রবার, শনিবার, রবিবার)
Duration:
৩ মাস