ওয়েব ডিজাইন কি? কিভাবে শিখবেন ?
ওয়েব ডিজাইন বলতে কোন একটি ওয়েবসাইট এর নকশাকে বুঝায়। যা ইন্টারনেট ব্রাউজারের মাধ্যমে ব্যবহারকারীর সামনে উপস্থাপন করা হয়। ওয়েবসাইট সাজানোর কাজই হলো ওয়েব ডিজাইন।
আরও সহজভাবে বলা যায় যে, কোন ওয়েবসাইট এর বাহিরের রুপ দেখতে কেমন হবে তা নির্ধারণ করার নাম হলো ওয়েব ডিজাইন। যেমন, ফেসবুক দেখতে একরকম, টুইটার দেখতে আরেক রকম। ওয়েবসাইটগুলোর দেখার ভিন্নতার ব্যাপারটা নির্ভর করে ওয়েবসাইট টি কিভাবে সাজানো হয়েছে তার উপর।
একটি ওয়েবসাইট এর আউটলুক, ফন্ট কালার, সাইজ, ইমেজ, ম্যানুবার, টুলবার ইত্যাদি কোথায় কেমন ভাবে থাকবে, কন্টেন্ট কিভাবে থাকবে, সর্বপোরি কোন ওয়েবসাইট ব্যবহারকারীরা যেভাবে দেখে সকল কাজই ওয়েব ডিজাইন এর অন্তর্ভূক্ত।
কিভাবে শিখবেন ওয়েব ডিজাইন
আমরা যদি কেউ ওয়েব ডিজাইনার হতে চাই অবশ্যই আমাদেরকে ওয়েব ডিজাইন শিখতে হবে।
আর যেহেতু ওয়েব ডিজাইন শেখার উদ্দেশ্য হলো ওয়েব ডিজাইনার হিসেবে ক্যারিয়ার শুরু করা, তাই অনলাইন ওয়েবসাইট ও ইউটিউব থেকে শেখার পাশাপাশি প্রতিষ্ঠিত কোন প্রতিষ্ঠান থেকে দীর্ঘমেয়াদি ওয়েব ডিজাইন কোর্স করতে পারেন। যার মাধ্যমে একজন দক্ষ ওয়েব ডিজাইনার হতে পারেন।
ওয়েব ডিজাইনার হতে কতদিন সময় লাগে?
কোন বিষয় কত দ্রুত শেখা যায় তা নির্ভর করবে ব্যক্তির শেখার আগ্রহ ও বাস্তবায়নের উপর। আর ওয়েব ডিজাইন যেহেতু কোডিং ল্যাঙ্গুয়েজ নির্ভর, এর জন্য প্রচুর সময়ের পাশাপাশি অনুশীলন করতে হবে। তবেই দ্রুত দক্ষতা অর্জন করা যাবে। তবে আপনি যদি পূর্ণ মনোযোগ সহকারে এই বিষয়ে লেগে থাকেন দুই মাসের মধ্যেই আপনি ওয়েব ডিজাইন শিখতে পারবেন।
আর এক্সপার্ট লেভেলের জন্য আপনাকে পরবর্তীতে বিভিন্ন প্রজেক্টের ওয়েবসাইট বানানোর অনুশীলন করতে হবে। আর যে কোন নতুন বিষয় নিজের মতো করে আয়ত্বে আনার সক্ষমতা তৈরি করতে হবে।
ওয়েব ডিজাইনার হতে কি কি শিখতে হবে?
ওয়েব ডিজাইন শিখতে হলে প্রধমেই আপনাকে বেসিক কিছু জিনিস শিখতে হবে। আর তা হলো
HTML,CSS,JavaScript ইত্যাদি।
এইচটিএমএল হলো কোডিং তথা মার্কআপ ল্যাংগুয়েজ। শুধুমাত্র এইচটিএমএল শেখার মাধ্যমে আপনি সাধারণ একটি ওয়েব পেজ তৈরি করতে পারবেন।
CSS হলো এইচটিএমএল এর পরের ধাপ। এইচটিএমএল এর মাধ্যমে আপনি ওয়েব পেজ তৈরি করলেন। কিন্তু আপনার সাইটের ফন্ট কালার সাইজ, ইমেজ ইত্যাদি বসানোর কাজের জন্য আপনাকে সিএসএস শিখতে হবে।
এর মাধ্যমে আপনি ওয়েবসাইটকে সুন্দর ভাবে সাজাতে পারবেন। যার ফলে ওয়েবসাইটটি ব্যবহারকারীর কাছে আকর্ষণীয় হয়ে উঠবে।
তার পরের ধাপ হলো JavaScript শেখা। জাভাস্ক্রিপ্ট শেখার মাধ্যমে আপনি ওয়েবসাইট বিভিন্ন পরিচালনা প্রক্রিয়া সম্পর্কে জানতে পারবেন। দক্ষ ওয়েব ডিজাইনার হতে হলে জাভাস্ক্রিপ্ট সম্পর্কে পরিপূর্ণ ধারণা থাকা লাগবে।
এছাড়া ওয়েবসাইট এর কন্টেন্ট ম্যানেজমেন্ট সমাধানের জন্য আপনাকে ওয়ার্ডপ্রেস (WordPress) জুমলা (Joomla) ইত্যাদি শিখতে হবে।
ওয়েব ডিজাইনের চাহিদা
বর্তমান সময়ে ওয়েব ডিজাইনের প্রচুর চাহিদা রয়েছে। কিন্তু সে তুলনায় প্রয়োজনীয় দক্ষ ওয়েব ডিজাইনার পাওয়া যাচ্ছে না। কেননা এই সময়ে সবকিছু অনলাইনের মাধ্যমে হয়ে থাকে। সকল প্রতিষ্ঠান ওয়েবসাইট তৈরি করছে।
দক্ষ না হলে কোন পেশায় বেশিদিন টিকে থাকা যায় না। আর সময়ের সাথে সাথে আপনাকে আপডেট থাকতে হবে। তাই প্রথমে আপনাকে ভালো ভাবে ওয়েব ডিজাইন বিষয়ে দক্ষতা অর্জন করতে হবে।
যাতে করে আপনি ভালো মানের ওয়েবসাইট তৈরি করতে পারেন। কেননা নিয়োগদাতা অবশ্যই সেরা কাজটিই আপনার থেকে পেতে চায়। তাই দক্ষ ওয়েব ডিজাইনারের চাহিদা বেড়েই চলছে।
কোর্স ফী
১৫,০০০ টাকা
Classes
সপ্তাহে তিনদিন (শুক্রবার, শনিবার, রবিবার)
Duration:
৩ মাস
ওয়েব ডিজাইনের ভবিষ্যত
সহজ ভাবে বলতে গেলে ওয়েব ডিজাইনের ভবিষ্যত খুবই ভালো। বর্তমানে ওয়েব ডিজাইনিং এর মার্কেট অনেক বড় হচ্ছে। ওয়েবসাইট ছাড়া অনলাইন ব্যবস্থায় কোন কিছুক রা সম্ভব নয়। আর প্রতিদিনই ডিজিটাল দুনিয়ায় নতুন নতুন ওয়েবসাইট তৈরির চাহিদা তৈরি হচ্ছে এবং ভবিষ্যতে এ ধারা অব্যাহত থাকবে। 👉 চাকরির সুযোগ, 👉অধিক আয়ের সুযোগ 👉কাজের স্বাধীনতা 👉বাড়িতে বসে কাজের সুযোগ 👉প্রতিভা দেখানোর সুযোগ 👉উচ্চতর চাহিদা 👉ফ্রিলান্সিং ও আউটসোর্সিং 👉ভবিষ্যৎ সম্ভাবনা